সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ ফেব্রুয়ারি’২৪ : আগে কখনো অস্তিত্ব ছিল না এমন কিছু স্কুল রাতারাতি খাতাকলমে তৈরি করে নিয়ম বহির্ভূতভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুললো রাজবংশী ভাষা শিক্ষা সংসদ। এই অভিযোগে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করা হল শুক্রবার। শুধু তাই নয়। স্কুলগুলিতে যে শিক্ষক নিয়োগ হয়েছে, তাও বাতিলের দাবি তুলেছে সংসদ।

এদিন রাজবংশী ভাষা শিক্ষা সংসদের মুখপাত্র ভবেশ রায় বলেন, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষনা করেছিলেন রাজবংশী ভাষার যে সমস্ত স্কুলগুলি ইতিমধ্যে চলছে, সেই স্কুলগুলিকে স্বীকৃতি দেওয়া হবে।

কিন্তু দেখা গেল মুখ্যমন্ত্রীর ওই ঘোষনার বাইরে গিয়ে রাজবংশী ভাষা একাডেমি অ্যান্ড কালচারাল বোর্ডের চেয়ারম্যান রাতারাতি খাতাকলমে কিছু স্কুল তৈরি করে তালিকা পাঠান। দীর্ঘ বছর থেকে চলে আসা তাদের স্কুলগুলিকে স্বীকৃতি না দিয়ে ওই তালিকায় থাকা স্কুলগুলিকে স্বীকৃতি দেওয়া হল। এরই বিরোধীতা করে এদিন মামলা দায়ের করা হলো বলে জানান তিনি।