সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ ফেব্রুয়ারি’২৪ : শীতের শেষে নাগপুরের আঙুরের দামে পতন। সেই ফল কিনতেই এখন বেশ আগ্রহ দেখা যাচ্ছে ক্রেতাদের মধ্যে। ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে আঙুর বিকোচ্ছে জলপাইগুড়ি শহরের বাজারে।

সুন্দর ও থোকালো আঙুরের প্রতি মানুষের আকর্ষণ চিরকালই। এবছর আঙুরের ফলন ভালো হওয়ায় দাম অনেকটাই কম বলে দাবি বিক্রেতাদের। আগে বেশি দামের জন্য অনেকেই আঙুর কেনা থেকে বিরত থাকতেন। কারণ আঙুর ২০০ টাকা প্রতিকেজি দরে বিক্রি হতো। এবার সেই ফলই বাজারে ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। তাই নিশ্চিন্তে আঙুর কিনছেন নাগরিকরা।