কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারি’২৪ : করোনার পরে একবেলায় খেয়ে আছেন অনেক মানুষ। তার উপরে বাজারের মন্দা ঠিক এই সময় শিলিগুড়ি পুরনিগমের উদ্যেগে এবং এলআই সির সহায়তায় শিলিগুড়ির ভ্রাম্যমান গাড়িতে মাত্র পাচ টাকা দিলেই পাওয়া যাচ্ছে দুপুরের খাবার। যেখানে দুপুরের খাবার যোগার করতে হিমসিম খাচ্ছেন সাধারন মানুষ সেখানে শিলিগুড়িতে 5টাকার খাবার এক কথায় অক্সিজেন বলা যায়। কোনদিন ভাত এবং কোনদিন রুটি এই দিয়েই চলছে এই “পাচ টাকার খাবার “। কোনদিন সেবক রোড,কোনদিন হিলকার্ড রোড আবার কোনদিন বিধান মার্কেট ঘুরে ঘুরে চলছে গাড়ি আর খাচ্ছেন সাধারন মানুষ। এই খাবারের প্রশংসায় সাধারন মানুষ থেকে চাকুরীজীবি থেকে ব্যাবসায়ীরা। সবাই জানাচ্ছেন দুপুরের খাবার ভালো খেতে গেলে বাইরে খেলে এক/দেড়শো টাকা লাগে রোজ খেতে মাসে খরচ পড়ে তিনহাজার থেকে সাড়ে তিন হাজার যেটা এই যুগে অনেকের কাছেই অসম্ভব ব্যাপার। আর শুধু নিজে খেলেই তো চলবে না নিজের পরিবারের লোকেরা খাবে কি। তাই “পাচ টাকার খাবার ” এককথায় এখন শিলিগুড়ির মানুষের কাছে “ভগবানের আর্শীবাদ”ই বটে। সবাই জানিয়েছেন এটা একটা অসাধারন উদ্যোগ। রোজ তিনশো মানুষ খাচ্ছেন এই 5টাকার খাবার। তাই অনেক মানুষের কাছে একটা আর্শীবাদ এই 5টাকার খাবার এই খাবার জানিয়ে দিলেন শিলিগুড়ির একজন বিশিষ্ট ব্যাবসায়ী। তিনি এও জানিয়েছেন সাধারন এবং গরীব মানুষের পেট ভরানো একটা বিশাল দায়িত্ব,যে বা যারা এই দায়িত্ব নিয়েছেন তারা অবশ্যই ভগবানের আর্শীবাদ পাবেন।
