জলপাইগুড়ি জেলা কংগ্রেসের ওবিসি সেলের নতুন সভাপতি

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৬ ফেব্রুয়ারি’২৪ : ওবিসি সেলের নতুন দায়িত্ব পেলেন শিক্ষক লক্ষণ সেন। সোমবার সাংবাদিক বৈঠক করে এ কথা ঘোষণা করেন শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অম্লান মুন্সি। সেখানে লক্ষ্মণবাবুর হাতে সার্টিফিকেট তুলে দেন মহিলা কংগ্রেসের সভানেত্রী রুমা মুন্সী।

New President of Jalpaiguri District Congress OBC Cell

এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি পিনাকী সেনগুপ্ত সহ দলের অন্য নেতা ও কর্মীরা। লক্ষণ সেন বলেন, কংগ্রেস কর্মীদের একত্রিত করে ওবিসি সম্প্রদায়ের মানুষদের অধিকার পাইয়ে দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি শহরব্লক কংগ্রেস কমিটির সভাপতি অম্লান মুন্সী বলেন, আজকের দিনে এই সেলটির যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাই এই ওবিসি সেলের জেলা সভাপতি হিসেবে শিক্ষক লক্ষণ সেনকে নিযুক্ত করা হল। তিনি তার দায়িত্ব যথাযথ পালন করবেন বলে তিনি আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *