জোর করে কিশোরীকে সহবাস করতে গিয়ে ধৃত বৃদ্ধ বাসুদেবপুর থানার শঙ্করপুরে


বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২৭ ফেব্রুয়ারি’২৪ : অনেকদিন ধরেই পাড়ার এক কিশোরীকে ঘরে এনে যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠছিল এক বৃদ্ধের বিরুদ্ধে। পাড়ার যুবকরা বেশ কিছুদিন ধরেই বৃদ্ধকে হাতেনাতে ধরার প্ল্যান করছিল। মঙ্গলবার সকালে বৃদ্ধের ছেলে ও বউমা বাড়ি থেকে বেড়াতে যায়। তখনই পাড়ার যুবকদের সন্দেহ জাগে এদিন বৃদ্ধ কুকর্ম করতে পারে। এদিন সন্ধেয় পাড়ার মৃদু মানসিক ভারসাম্য কিশোরীকে নিয়ে নিজের ঘরে ঢোকে ৭০ বছরের বৃদ্ধ মহম্মদ শরীফ। কয়েক মিনিট বাদেই পাড়ার ছেলেরা এসে ঘরে তালা ঝুলিয়ে দেয়। উত্তেজনার খবর পেয়ে বাসুদেবপুর থানার পুলিশ এসে বৃদ্ধকে পাকড়াও করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে শঙ্করপুরে আসেন সিপিএম নেত্রী গার্গী চ্যাটার্জি। ঘটনায় অভিযুক্তকে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি তিনি সরব হলেন। ব্যারাকপুর -১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বলরাম সাতরা বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাটি বাসুদেবপুর থানায় জানাই। পুলিশ গিয়ে অভিযুক্তকে পাকড়াও করেছে। তার দাবি, অন্যায় রেয়াত করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *