সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৮ ফেব্রুয়ারি’২৪ : ২০২২ সালের ২৭শে ফেব্রুয়ারি রাজ্যের একাধিক জায়গার পাশাপাশি জলপাইগুড়িতেও পুরভোট হয়েছিল। কংগ্রেসের অভিযোগ, দুবছর আগে সেই পুরভোটকে কেন্দ্র করে জলপাইগুড়িতে গণতন্ত্র হত্যা করা হয়েছিল। তাই মঙ্গলবার ২৭শে ফেব্রুয়ারি কালা দিবস পালন করলো জেলা যুব কংগ্রেস কমিটি।

শহরের থানা মোড়ে জমায়েত হয়ে ভোটের দিন ভোটলুট ও সন্ত্রাসের ছবি ব্যানারের মাধ্যমে তুলে ধরলেন তারা। দলের নেতারা পুরভোটের দিনের ঘটনা তুলে ধরেন। আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের এই ছাপ্পা ভোটের জবাব দেওয়ার আওয়াজ তোলা হয় এদিন। উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত, টাউন ব্লক সভাপতি অম্লান মুনসি, যুব কংগ্রেস নেতা নবেন্দ্যু মৌলিক সহ পুরভোটে বিভিন্ন ওয়ার্ডের পরাজিত কংগ্রেস প্রার্থীরা।

১ নম্বর ওয়ার্ডের পরাজিত কংগ্রেস প্রার্থী জয়ন্তি পাল বলেন, যেভাবে সেদিন ভোট লুট হয়েছিল, তিনি কোনদিন এমন দেখেননি জলপাইগুড়িতে। এমন যেন আর দ্বিতীয়বার না হয়, সেজন্য যতদিন এই পুরবোর্ড থাকবে, প্রতিবাদ স্বরূপ প্রতিবছর এই দিনটিতে কালা দিবস পালন করা হবে। যুব কংগ্রেস নেতা নবেন্দ্যু মৌলিক বলেন, দুবছর আগে এদিন কি হয়েছিল, সেটা শহরবাসীর কাছে তুলে ধরতে এদিনের এই কালা দিবস পালন। আগামী নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়, সেই দাবি জানান তিনি। অন্যদিকে, জলপাইগুড়ি পুরসভার উপ পুরপ্রধান সৈকত চ্যাটার্জি বলেন, কংগ্রেসের কালা দিবস পালন করা উচিত।