ডিজিটাল ডেস্ক, ২৯ ফেব্রুয়ারি’২৪ : টালবাহানার অবসান, ৫৬ দিনের মাথায় অবশেষে গ্রেপ্তার সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহান। বৃহস্পতিবার ভোররাতে জিজ্ঞাসাবাদের পর মিনাখাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। মোস্ট ওয়ান্টেড এই তৃণমূল নেতাকে কনভয় করে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। তাঁকে কোর্ট লকআপে রাখা হয়েছে। ১২ টার পর শাহজাহানকে আদালতে পেশ করা হবে। ফোনের লোকেশন ট্র্যাক করে এবং কল রেকর্ডের ভিত্তিতে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য গত ৫ই জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন শেখ শাহজাহান। গতকালই কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছিল, শেখ শাহজাহানকে গ্রেপ্তারে কোনও নিষেধাজ্ঞা নেই৷ আর আদালতের স্পষ্ট নির্দেশের পরদিনই নাটকীয়ভাবে গ্রেপ্তার শেখ শাহজাহান৷
