জলপাইগুড়িতে প্রধানমন্ত্রীর জনসভা!

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২ মার্চ’২৪ : লোকসভা নির্বাচনের আগে দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ি জেলায় একটি ‌প্রকাশ্য‌ জনসভা করবেন তিনি। আগামী ৯ থেকে ১১ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই জনসভা। প্রসঙ্গত উল্লেখ গত ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে ময়নাগুড়িতে এসেছিলেন প্রধানমন্ত্রী। শনিবার দুপুরে জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডের বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী।

প্রধানমন্ত্রীর‌ এই সভা‌কে‌ ঘিরে ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি শুরু হয়ে গেছে বিজেপি শিবিরে। বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ি জেলায় একটি ‌প্রকাশ্য‌ জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশাল এই‌ জনসভা অনুষ্ঠিত হবে আগামী ৯ থেকে ১১ মার্চের মধ্যে। আয়ুষ্মান‌ ভারত‌ সহ প্রধানমন্ত্রীর বিভিন্ন কেন্দ্রীয়‌ প্রকল্প নিয়ে পুস্তিকা ছাপিয়ে মানুষের বাড়ি বাড়ি যাওয়া‌ হবে বলে জানান তিনি। সদ্য বিজেপিতে যোগ দেওয়া কালিয়াগঞ্জের তৃণমূল বিধায়ক সৌমেন রায় কে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী করা হতে পারে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাপী বাবু সৌমেন রায়কে দলবদলু বলে কটাক্ষ করে বলেন, উনি আমার জেলার বিধায়ক নন এবং আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি না। ওনার বিষয়ে জস বলার কেন্দ্রীয় নেতৃত্ব বলবে। উল্লেখ্য, বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে জেতার ছয় মাসের মধ্যে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে সৌমেন রায় তৃণমূলে যোগ দিয়েছিলেন আর এবার লোকসভা ভোটের আগে তিনি ফের যোগ দিয়েছেন নিজের পুরোনো দলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *