কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি, ৯ মার্চ’২৪ : তৃতীয় বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। আজ বাগডোগরা বিমানবন্দরে এসে এই কথাই জানালেন বিজেপির নেতা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানালেন যেই আসুক তার ক্ষমতা নেই নরেন্দ্র মোদীকে হারানোর। কারন বিরোধীরা সবাই একজোট হয়েও কিছুই করতে পারে নি প্রধানমন্ত্রীকে। তাদের কুৎসা এবং তাদের দ্বিচারীতা প্রধানমন্ত্রীকে আরো এগিয়ে নিয়ে যাবে। বিজেপি ছাড়া এখন ভারতে আর কোন দল নেই যারা আমাদের দেশকে এগিয়ে সামনের দিকে নিয়ে যাবে। এদিন শুভেন্দু অধিকারীকে বাগডোগরা বিমানবন্দরে অর্ভর্থনা জানাতে যান রাজু বিস্তা, শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এদিন বিমানবন্দর থেকে সোজা নেমে শুভেন্দু অধিকারী জানান, এবারে পিসি ভাইপোর খেলা শেষ। এবারে অন্য খেলা হবে। এইভাবে মানুষের মনকে বোকা বানিয়ে রাখা যাবে না। এয়ারপোর্ট থেকে সোজা কাওয়াখালি ময়দানের উদ্দেশ্যে রওয়ানা দেন শুভেন্দু অধিকারী। তার সাথে ছিলেন বিজেপির উত্তরবঙ্গের বেশ কয়জন নেতৃত্ব।
ফাইল ছবি