বাবাকে তৃণমূলে যেতে নিষেধ করেছিলাম বললেন অর্জুন পুত্র পবন কুমার সিং (ভিডিও সহ)

বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১২ মার্চ’২৪ : এত বছর দল করেও বাবাকে যথাযোগ্য সম্মান দেয় নি তৃণমূল। সেটা ভেবেই বাবাকে তৃণমূলে যেতে নিষেধ করেছিলাম। কিন্তু এমন পরিস্থিতি সৃষ্টি করা হল, তাতে বাবা তৃণমূলে যেতে বাধ্য হয়েছিলেন।

I forbade my father to go to Trinamool said Arjun's son Pawan Kumar Singh

মঙ্গলবার জগদ্দলের মেঘনা মোড়ে নিজের অফিসে বসে সাংবাদিকদের খোলামেলা এমনটাই বললেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক তথা অর্জুন পুত্র পবন কুমার সিং। বাবার টিকিট না পাবার পর এই প্রথম মুখ খুললেন তরুণ বিজেপি বিধায়ক পবন কুমার সিং। এদিন তিনি বলেন, বাবাকে অনেকবার বলেছিলাম ওরা টিকিট দেবে না। সেটা অবশেষে প্রমাণিত হল। এমনকি তাঁকেও তৃণমূলে যাবার কথা বলেছিলেন তাঁর বাবা। কিন্তু ভাটপাড়ার মানুষ তাঁকে দু’দুবার জিতিয়েছেন। তাই পবন তৃণমূলে যেতে নারাজ ছিলেন। পবনের কথায়, কারও সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ঠিক নয়। যেটা তাঁর বাবার সঙ্গে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *