সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৪ মার্চ’২৪ : নর্দমায় ছড়িয়ে মিড ডে মিলের ভাত, অনুপস্থিত ১২ জন শিক্ষক, রিপোর্ট তলব করলেন আচমকা স্কুল পরিদর্শনে আসা হাই কোর্টের বিচারপতি।

বৃহষ্পতিবার আচমকা কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু , এদিন দুপুরে জেলার অন্যতম প্রাচীণ ফোনিন্দ্র দেব বিদ্যালয় পরিদর্শনে এসে এমনই দৃশ্য দেখে রিতিমত স্তম্ভিত বিশ্বজিৎ বসু । এদিন তিনি শহরের এই প্রাচীণ বিদ্যালয়ের পঠন পাঠন এর পাসাপাসি পরিকাঠামো ঘুরে দেখেন, বিভিন্ন ক্লাস রুমে ছাত্রদের সঙ্গে কথা বলেন বিচারপতি , স্কুলের নর্দমায় মিড ডে মিলের ভাত পরে থাকতে দেখে ঘটনাস্থলে উপস্থিত জেলা স্কুল পরিদর্শক সেকেন্ডারি বালিকা গোলের কাছে এই বিষয়ে জানতে চান। এরপরেই বিচারপতি স্কুলের প্রধান শিক্ষকের ঘরে গিয়ে শিক্ষকদের রেজিষ্টার বুক নিয়ে আসতে বলেন, আর এতেই কার্যত হকচকিয়ে যায় স্কুল কর্তপক্ষ, বৃহষ্পতিবার এই স্কুলের মোট ৪৫ জন শিক্ষকের মধ্যে ১২ জন অনুপস্থিত।

এটা জানার পরেই বিচারপতি অনুপস্থিত শিক্ষকদের বিষয়ে সাত দিনের মধ্যে হাই কোর্টের সার্কিট বেঞ্চে ওনার এজলাসে রিপোর্ট পেস করার নির্দেশ দেন জেলা স্কুল পরিদর্শকদের।

পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, রোজ দিন এই স্কুলের সামনে দিয়ে যাতায়াত করি আজ স্কুলের অবস্থা দেখতেই আসা, অনেক শিক্ষক উপস্থিত নেই। আগে সারপ্রাইজ ভিজিট হতো স্কুল গুলোতে এখন কি হয়?

অপরদিকে এই পরিদর্শন প্রসঙ্গে জেলা স্কুল পরিদর্শক বালিকা গোলে বলেন, সারপ্রাইজ ভিজিট, উনি জেলার যে কোনো স্কুলে যে কোনো দিন এমন পরিদর্শন করতে যেতে পারেন।