সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৫ মার্চ’২৪ : বিধানসভা নির্বাচনে গুলি চালানোর ঘটনা। কোচবিহারের শীতলকুচিতে দুস্কৃতিদের গুলিতে বিজেপি কর্মী আনন্দ বর্মনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সুভাষ বর্মনের জামিনের আবেদন নাকচ করে দিল বৃহস্পতিবার কোলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের মৌসুমি ভট্টাচার্য, প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ। কোলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অ্যাসিস্ট্যান্ট সলিসিটার জেনারেল সুদীপ্ত মজুমদার বলেন আজ এই মামলায় অভিযুক্ত সুভাষ বর্মনের হয়ে আদালতে জামিনের আবেদন করা হয়েছিলো। ডিভিশন বেঞ্চ দুই পক্ষের বক্তব্য শোনার পর অভিযুক্তর জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন।
