রেলের বিদ্যুতের পোলে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৫ মার্চ’২৪ : রেলের বিদ্যুতের পোলে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার। শুক্রবার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে। জলপাইগুড়ি ৪ নং ঘুমটি এলাকায় স্থানীয় বাসিন্দা রাজা দাস (২৭) নামে এক যুবকের ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। প্রথমে কোতয়ালি থানার খবর দেওয়া হলে কোতয়ালি থানার পুলিশ GRP কে খবর দেয়।

A dead body of a young man was found hanging from the electricity pole of the railway

GRP এসে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এর ফলে এদিন হলদিবাড়ি থেকে এনজেপিগামী প্যাসেঞ্জার ট্রেন সঠিক সময়ে চলতে পারেনি। পাশাপাশি মিতালি এক্সপ্রেসকেও ধীর গতিতে পাস করানো হয়। স্থানীয় বাসিন্দা শঙ্কর দাস বলেন, আমাদের অনুমান গতকাল রাজার ভাগ্নীর জন্মদিন ছিল। সেখানে কোন ঘটনা ঘটে থাকতে পারে। GRP গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *