সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৯ মার্চ’২৪ : এবার জলপাইগুড়িতে বামপন্থী প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনে নামলো বামপন্থী মহিলা সংগঠন। তাদের পাশাপাশি জোর প্রচার করছেন বামপন্থী যুব সংগঠনের মহিলারাও। দিন থেকে রাত বামপন্থী প্রার্থীর সমর্থনে তারা দেওয়াল লিখন করে চলেছেন। যদিও এমন দৃশ্য খুবই কম চোখে পড়ে যে মহিলারাও প্রচারের সাথে সাথে দেওয়াল লিখনও নিজ হাতেই করে চলেছেন। জলপাইগুড়ি পুর এলাকার বিভিন্ন জায়গায় বাম মহিলারা একজোট হয়ে প্রার্থীকে ভোটে জেতানোর আবেদন জানিয়ে দেওয়াল লিখন করছেন। তারা আশাবাদী, এবছর তাদের প্রার্থী জয়ী হবেন।
