সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৯ মার্চ’২৪ : দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবোঝাই টোটো। তবে ঘটনায় গুরুতর আঘাত লাগেনি যাত্রীদের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি হেড পোস্ট অফিস মোড়ে। টোটো চালক মনমতো তন্ত্র বলেন, তিন নম্বর গুমটি থেকে তিনজন যাত্রী নিয়ে কিংসাহেবের ঘাট যাওয়ার পথে সামনের চাকার এক্সেল ভেঙ্গে টোটোটি উল্টে যায়। ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা টোটোয় থাকা যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক শুশ্রূষা করেন।
