সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ মার্চ’২৪ : জলপাইগুড়ির বেসরকারি ব্যাঙ্কের ক্যাশ কাউন্টারের সামনে থেকে গায়েব হয়ে যাওয়া নগদ ২০ লক্ষ টাকার মধ্যে পাঁচ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে। বুধবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়।

উল্লেখ্য, গত সোমবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছিল জলপাইগুড়ি শহরের ডিবিসি রোড এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কে।দিনের কর্মব্যস্ততার সময় আচমকাই ব্যাগ সহ প্রায় ২০ লক্ষ টাকা লোপাট হয়ে যায় ব্যাংক থেকে। ব্যাঙ্কের সঙ্গে যুক্ত থাকা এক এজেন্সির কর্মী ব্যাগে করে ২০ লক্ষ টাকা নিয়ে জমা দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন।

হঠাৎ করে তিনি খেয়াল করেন তার সঙ্গে থাকা টাকা ভর্তি ব্যাগটি গায়েব হয়ে গেছে। এরপরেই চাঞ্চল্য ছড়িয়ে পরে শহর জুড়ে। খবর পেয়ে ব্যাঙ্কে ছুটে আসেন জেলা পুলিস সুপার খন্ডাবাহালে উমেশ গণপত সহ গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ আধিকারিকেরা। ঘটনার তদন্তে নেমে পুলিশ ২ আসামীকে গ্রেপ্তার করে ৫ লক্ষ ৪০০ টাকা উদ্ধার করেছে। ধৃতদের নাম চন্দন গোয়ালা (৪৮) ও আরিয়ান কুমার যাদব (২৮) । তারা রাজগঞ্জের ফাটাপুকুর এলাকার ইরানী বস্তির বাসিন্দা। বিহারের কাটিহার জেলা থেকে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিস সুপার খন্ডাবাহালে উমেশ গণপত জানিয়েছেন, দুষ্কৃতীরা দলে চারজন ছিল। পুলিশ বাকি দুই দুষ্কৃতী ও বাকি টাকা উদ্ধারের চেষ্টা করছে। তিনি আরো বলেন, ব্যাংক যদি সময়মতো তাদের জানাতো তাহলে দুষ্কৃতীদের আরো দ্রুত ধরা সম্ভব হত।