বুধবার সকাল সকাল তিন তিনটে দুর্ঘটনা জলপাইগুড়ি জেলায়

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ মার্চ’২৪ : প্রথম ঘটনাটি জলপাইগুড়ি বড়দিঘী বাজার থেকে ক্রান্তি হাট যাওয়ার পথে চেল নদী পার হওয়ার সময় বাঁশ বোঝাই একটি টাটা এসি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। নদীর বালিতে চাকা আটকে যাওয়ায় এই বিপত্তি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে টাটা এসির গাড়ির চালক এবং খালাসীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। এমনকি স্থানীয় বাসিন্দারা গাড়ি থেকে বাঁশগুলো নামিয়ে উল্টে যাওয়া গাড়িটিকে সোজা করেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানালেন, চেল নদী পার হওয়ার সময় বাস বোঝাই গাড়িটির বালিতে চাকা আটকে উল্টে যায়।

দ্বিতীয় ঘটনাটি জলপাইগুড়ি গোসালা মোড়ে দুর্ঘটনা একটি ডাম্পারের সাথে দুইটি চার চাকা গাড়ির। জানা গেছে বুধবার সকালে একটি ডাম্পার দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়িকে ধাক্কা মারে। এর ফলে একটি গাড়ির চালক গুরুতর আহত হয় এবং আরেকটি গাড়ির চালকের তেমন ভাবে কিছু না হলেও গাড়িটির বেশ ক্ষতি হয়। ঘটনার পর ডাম্পারের চালককে পালিয়ে যায়। পুলিশ ঘাতক ডাম্পারটিকে বাজেয়াপ্ত করেছে। পুরো ঘটনার তদন্ত করছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

There were three accidents in Jalpaiguri district on Wednesday morning

অন্যদিকে বুধবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা গজলডোবায়, মৃত ডাম্পার চালক। উল্লেখ্য, দুটি ডাম্পারের মুখোমুখি সংঘষের ঘটনায় মৃত্যু হয়েছে এক ডাম্পার চালকের। গুরুতর জখম আরও এক চালক। বুধবার সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার গজলডোবার তিস্তা ক্যানাল রোডে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ চাকার একটি ডাম্পার গজলডোবার দিক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। আরেকটি ১২ চাকার খালি ডাম্পার শিলিগুড়ির দিক থেকে ওদলাবাড়ি ফিরছিল। সেই সময় ক্যানাল রোডে দুটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ চাকার ডাম্পার চালকের। গুরুতর জখম অপর ডাম্পার চালককে উদ্ধার করে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *