সংবাদদাতা, জলপাইগুড়ি, ১ এপ্রিল’২৪ : ঝড়ে আহতদের দেখতে জলপাইগুড়িতে আসছেন রাজ্যের রাজ্যপাল। আজ সকালে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের আসার কথা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালে ভর্তি থাকা ঝড়ে আহতদের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেওয়ার পর তিনি যাবেন ময়নাগুড়ির বার্ণিশ গ্রামে। সেখানে গ্রামের পরিস্থিতি খতিয়ে দেখবেন রাজ্যপাল।

পাশাপাশি মৃত ৫ জনের বাড়িতেও যাওয়ার কথা রয়েছে রাজ্যপালের। রজ্যপাল আসছেন সে কারণেই পুলিশের পক্ষ থেকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পুলিশের একটি দল মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করা হচ্ছে।

রাজ্যপালের পর জলপাইগুড়িতে আশার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, তিনিও আহতদের সাথে দেখা করে ময়নাগুড়ি বার্ণিশ গ্রামে যাবেন বলে বিজেপি সুত্রে খবর।

পাশাপাশি আজ ঝড় বিধ্বস্ত জলপাইগুড়িতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে ঝড়ে আহতদের সঙ্গে দেখা করার কর্মসূচি রয়েছে তাঁর। পরিদর্শন করার কথা রয়েছে ঝড় বিধ্বস্ত এলাকাও।