রাহুল মন্ডল, মালদা, ২ এপ্রিল’২৪ : আগ্নেয়াস্ত্র ও গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সফলতা পেল মানিকচক থানার পুলিশ। গোপন সূত্রর খবরে সোমবার রাতে মানিকচক থানার শেখপুরা মোড় এলাকায় পুলিশের দল অভিযান চালায়। সেখান থেকেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম শেখ রাজু। শেখপুরা এলাকার বাসিন্দা।তার কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে একটি পাইপ গান ও দুই রাউন্ড গুলি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, এই আগ্নেয়াস্ত্র ও গুলির পাচারের উদ্দেশ্যে নিয়ে সেখপুরা মোড় এলাকায় এই ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। তবে পাচারের আগেই পুলিশের হাতে ধরা পড়ে ওই ব্যক্তি। মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি এই চক্রে আরো কারা কারা যুক্ত রয়েছে তাদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
