রাহুল মন্ডল, মালদা, ২ এপ্রিল’২৪ : ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু নয় মাসের শিশু কন্যার, মঙ্গলবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটে মালদহের চাঁচলের খরবা স্ট্যান্ডে। শিশু কন্যার মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশু কন্যাটির নাম আনিসা পারভিন বয়স নয় মাস। আজ সকালে শিশু কন্যাটির মা সাগরি খাতুন শিশু কন্যাটিকে চাঁচলে নিয়ে আসেন ডাক্তারের কাছে, ডাক্তার দেখিয়ে অটোই করে বাড়ি ফিরছিলেন ঠিক চাঁচল আশাপুর রাজ্য সড়কের খরবা স্ট্যান্ডে একটি স্কুল পড়ুয়া কে বাঁচাতে গিয়ে সেখানে অটোটি উল্টে যায়, এরপরই দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় ওই শিশু কন্যাটির। ওই শিশু কন্যার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবার থেকে শুরু করে প্রতিবেশীরা।
