আজ জলপাইগুড়ি শহরে মমতা (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৫ এপ্রিল’২৪ : আজ জলপাইগুড়ি শহরে মমতা। নেত্রী পৌঁছনোর আগেই প্রস্তুতি মঞ্চ থেকে লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য প্রকল্পের প্রচার তৃনমূলের। লক্ষীর ভান্ডারের টাকা বৃদ্ধিকে প্রচারের মূল হাতিয়ার করে মহিলাদের ভোট কাড়তে বদ্ধ পরিকর তৃণমূল কংগ্রেস।

শুক্রবার কোচবিহার জেলার তুফানগঞ্জ এলাকায় নির্বাচনী জনসভায় অংশ নিয়ে দুপুরেই তৃণমুল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি লোকসভা আসনে দলীয় প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে একটি সভায় যোগ দেবেন বলে তৃণমূল সূত্রে খবর। দুপুর দেড়টায় এই সভায় আসবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার মালবাজারের সভামঞ্চ থেকে নিজেই জানিয়েছেন।

সভাটি জলপাইগুড়ি শহরের এবিপিসি মাঠে অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রীর পায়ের অবস্থা ভালো নয় তাই সভামঞ্চের পাশেই তৈরি করা হয়েছে হেলিপ্যাড, সেই হেলিপ্যাডে নেমেই সভামঞ্চে উঠবেন মুখ্যমন্ত্রী। এদিন সকাল থেকেই নেত্রীর জনসভার শেষ প্রস্তুতি দেখতে মঞ্চে হাজির ছিলেন জেলার প্রাক্তণ সভাপতি চন্দন ভৌমিক। ইতিমধ্যেই জনসভায় আগত তৃণমুল কর্মী সমর্থকদের বসার জন্য প্রায় এক হাজার চেয়ার রাখা হয়েছে। এর পাশপাশি মূখ্যমন্ত্রী তথা তৃণমুল কংগ্রেস দলের সুপ্রিমোর এই সফরকে ঘিরে ব্যাপক নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা।

Mamata in Jalpaiguri today

পরিস্কার পরিচ্ছন্ন করে ফেলা হয়েছে এবিপিসি মাঠ সংলগ্ন এলাকা। এ প্রসঙ্গে জেলা তৃণমুল কংগ্রেসের অন্যতম নেতা তথা জেলা পরিষদের মেন্টর চন্দন ভৌমিক বলেন, আমরা সবাই খুবই উচ্ছসিত আজ নেত্রী আসছেন বলে এবং আমাদের থেকেও বেশী উচ্ছসিত মহিলা সমাজ। কারন এমাস থেকেই লক্ষ্মী ভান্ডারে প্রদেয় অর্থের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *