পরিষেবা না পেয়ে ওয়ার্ডবাসীর বিক্ষোভের মুখে জলপাইগুড়ির তৃণমুল কাউন্সিলর; ভোট বিধির দোহাই ঘেরাও কাউন্সিলরের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৭ এপ্রিল’২৪ : রবিবার সাত সকালেই এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি পুরসভার তিন নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের পুর নাগরিকদের অভিযোগ দীর্ঘ সময় ধরে কাউন্সিলরকে এলাকার রাস্তাঘাট, পানীয় জলের সমস্যার কথা জানিয়েও কোনও সুরাহা না হওয়ার কারণে আজ অরাজনৈতিকভাবে এলাকাবাসীরা মিলে কাউন্সিলর স্বরূপ মন্ডলকে ঘেরাও করে সংশ্লিষ্ট সমস্যা সম্পর্কে ওনার দৃষ্টি আকর্ষন করে।

উল্লেখ্য, জলপাইগুড়ি পুরসভার এই তিন নম্বর ওয়ার্ডের মধ্যেই রয়েছে জেলা স্কুল সহ, সরকারী অফিস এবং মধ্যবিত্ত পরিবারের বসবাস। গত রবিবারের কালবৈশাখী ঝড়েও এই ওয়ার্ডের অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই নিয়েও ত্রান না পেয়ে এবং পুর প্রতিনিধির তরফে খোঁজ খবর টুকু না নেওয়ার অভিযোগের কথাও বলতে শোনা যায় রবিবারের ঘেরাও বিক্ষোভে।

এই প্রসঙ্গে তিন নম্বর ওয়ার্ডের ওপর এক নাগরিক শুভাশিস ভট্টাচার্য জানান, অনেক দিন থেকেই ওনাকে জানানো হচ্ছে আমাদের সমস্যায় বিষয়গুলো, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। সম্প্রতি যে ঝড় হয়ে গেছে, তাতে বিদ্যুতের খুঁটিগুলো পরে যাওয়ায় দীর্ঘ সময় আমাদের অন্ধকারে কাটাতে হয়েছে, এলাকার রাস্তাঘাটের যা অবস্থা প্রবীণ নাগরিকেরা পথ দিয়ে চলতে গিয়ে পড়ে গিয়ে আহত হচ্ছেন। কিন্তু কোনো হেলদোল নেই ওয়ার্ড কাউন্সিলরের। আজ তাই আমরা বাধ্য হয়ে ঘেরাও করে আমাদের সমস্যার কথাগুলো লিখিতভাবে জানিয়ে দিলাম। এরপরেও যদি সুরাহা না হয় সমস্যার তাহলে আমাদের অন্য চিন্তা ভাবনা করতে হবে।

যদিও এই বিষয়ে তিন নম্বর ওয়ার্ডের তৃণমুল কাউন্সিলর স্বরূপ মন্ডল নিজের সাফাই দিতে গিয়ে বলেন, ঝড়ের সময় আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি, আর ওনারা আমাকে পাঁচ বছরের জন্য ভোটে জিতিয়েছেন, মাত্র দু বছর হলো, পাঁচ বছরের কাজ তো দু বছরে করা যাবে না, তাছাড়া এখন নির্বাচনী বিধিনিষেধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *