মোদির সভার ভীড় দেখেই রিচার্জ বিজেপি, আসছেন যোগী আদিত্যনাথ, মিঠুন সহ একাধিক স্টার প্রচারক।
সংবাদদাতা, জলপাইগুড়ি, ৮ এপ্রিল’২৪ : রবিবার ধুপগুড়ির ময়নাতলি গ্রামে জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় বিপুল জন জোয়ারই যেন জেলার বিজেপি কর্মী, নেতৃত্ব এবং সমর্থকদের রিচার্জ করে দিয়ে গেছে। সোমবার সকাল হতেই জেলা বিজেপি কার্যালয়ে ডাকা হয় এক জরুরি প্রেস মিট।

উক্ত সাংবাদিক সম্মেলনে জেলার বিজেপি সভাপতি বাপি গোস্বামী জানান, রবিবারে নরেন্দ্র মোদীর জন সভায় রাজ্য পুলিস অসহযোগিতা করেছে। আমরা তাদের ধিক্কার জানাই। আগামি দিনে তৃনমূলের বিরূদ্ধে বিজেপির পালিশ কর্মসূচী শুরু হতে যাচ্ছে, যদিও এই বক্তব্যটি রবিবারের মোদীর জনসভায় প্রথম বলেছিলেন বিজেপি রাজ্য নেতৃত্ব। এছাড়াও তিনি বলেন, আগামিতে জলপাইগুড়ি লোকসভা আসনে বিজেপি প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে আসছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ, বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাডডা সহ আরো অনেক স্টার প্রচারক।