সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৯ এপ্রিল’২৪ : বয়স ৮৭, বাড়িতে ভোট দেওয়ার প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন। সেই প্রস্তাবে রাজি না হয়ে পরিবারের মোট এগারোজন সদস্য সদস্যাকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে বুথে এসে ভোট দিলেন ৮৭ বছরের বৃদ্ধা পুতুল মাঝি। জলপাইগুড়ি পুরসভার আট নম্বর ওয়ার্ডের কিংসাহেব ঘাট এলাকার বাসিন্দা তিনি।

পরিবারের মোট সদস্য সদস্যার সংখ্যা প্রায় চল্লিশ জন। বুথে এসে ভোট দেওয়ার আলাদা আনন্দ রয়েছে বলে জানালেন বৃদ্ধা পুতুল মাঝি। তিনি বলেন,”আমি এখনও সুস্থ। আমি হাঁটতে পারি কোন সমস্যা নেই। এই কারণে বুথে এসে ভোট দিলাম সবাইকে নিয়ে খুব ভালো লাগছে।”
পরিবারের সদস্যা সোনম মাঝি বলেন,”আমাদর মোট পরিবারের সদস্য ৪০ জন। এগারো জন একসঙ্গে এসে ভোট দিলাম। খুব ভালো লাগছে।
পরিবারের নতুন ভোটার ডলি মাঝি বলেন, “আমার এবছর নতুন ভোট। দিদার সঙ্গে এসে আমরা সবাই ভোট দিলাম। খুব ভালো লাগছে।