সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৩ এপ্রিল’২৪ : গৃহবধূর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টার অভিযোগ! ঘটনায় সোমবার রাতে চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি জেলার বেলাকোবা এলাকায়। রাতেই ওই গৃহবধূকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামী জাবিদুল হক সহ শাশুড়ি ও নতুন বিবাহিত স্ত্রীর বিরুদ্ধে জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত গৃহবধূ সালেয়া খাতুনের বাবা সইমুদ্দিন মোহাম্মদ। অভিযোগ, গত ছয় মাস আগে বেলাকবার মুদিপাড়ার বাসিন্দা জাবিদুল হক দ্বিতীয় বিবাহ করেন, আর তারপর থেকেই প্রথম স্ত্রী সালেয়া খাতুনের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করছেন তার পরিবার।

গতকাল সন্ধ্যায় এমন পরিস্থিতি হয় যে, গৃহবধূকে তার স্বামী, বর্তমান দ্বিতীয় স্ত্রী ও শাশুড়ি মিলে জোর করে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেন বলে অভিযোগ। গৃহবধূকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে রাতেই। এই বিষয়ে অভিযুক্ত জাবিদুল হকের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যে অভিযোগ করা হয়েছে তাদের নামে। এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। বিষ নিজের গায়ে নিজেই ঢেলেছেন আমার প্রথম স্ত্রী। দুজন স্ত্রীকে নিয়ে আমার দুটি আলাদা বাড়ি রয়েছে। প্রথম স্ত্রী যা চেয়েছেন আমি তাই দিয়েছি। কিন্তু ভিত্তিহীন অভিযোগ আমার নামে এভাবে করা হল বলে তিনি জানান। এদিকে অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ।