জলপাইগুড়ি : ছিনতাইয়ের সঙ্গে যুক্ত থাকা অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে জেরা করে সাফল্য পেল জলপাইগুড়ি কোতোয়ালি থানা। ধৃত অভিযুক্তের নাম বিশ্বজিৎ চৌধুরী, বাড়ি এনজেপির অম্বিকা নগরে। ধৃতের বাড়িতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া সোনার হার গলানো অবস্থায় বাজেয়াপ্ত করল পুলিশ। পুলিশ জানায়, দুটি সোনা গলানো পাওয়া গেছে। একটি কুড়ি গ্রাম ও আরেকটি দশ গ্রাম। ধৃত অভিযুক্ত পুলিশের জেরায় স্বীকার করেছে ছিনতাইয়ে সঙ্গে যুক্ত ছিল সে।

এছাড়া ছিনতাইয়ে ব্যবহার করা নম্বর প্লেট বিহীন একটি মোটর বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। উল্লেখ্য, জলপাইগুড়ি শহরে গত ২৭ এপ্রিল মহুরিপাড়ায় এক মহিলার গলার হার ছিনতাই হয়। এরপর ২৯শে এপ্রিল শান্তিপাড়ায় এক বীমা সংস্থার সামনে থেকে আরেক মহিলার গলার হার ছিনতাই হয়েছিল। তারপর ৮ই মে ফের শান্তি পাড়া মোড়ে এক মহিলার গলার হার ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল।

বারবার ছিনতাইয়ের ঘটনায় পুলিশের নিরাপত্তা নিয়ে উঠছিল প্রশ্ন। পুলিশ জানায়, ২৪ এপ্রিল গোশালা মোড়ে একটি ছিনতাইয়ের অভিযোগ উঠে। ধৃত বিশ্বজিৎ গোশালা মোড় ও শান্তিপাড়ার বীমা সংস্থার সামনের ছিনতাইয়ের ঘটনায় যুক্ত রয়েছে। দুই জায়গায় ছিনতাই হওয়া সোনার অলঙ্কার গলানো অবস্থায় বাজেয়াপ্ত করা হয়েছে। অন্য অভিযুক্তদের খোঁজ চলছে। ধৃতের টিআই প্যারেড করা হয়েছে।