জলপাইগুড়ি : বালি ,পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত ধূপগুড়ির রেভিনিউ অফিসার। বৃহস্পতিবার সকালে বানারহাট ব্লকের অন্তর্গত আংরাভাষা এলাকায় বালি পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযানে নামেন ধূপগুড়ির রেভিনিউ অফিসার অরূপ পাঠক।

সেই সময় একটি ওভারলোডিং ডাম্পারকে আটক করা হয়। নির্দিষ্ট কাগজপত্র দেখাতে বললে গাড়ির চালক কোন কাগজপত্র দেখাতে পারেনি। এরপর যথারীতি নিয়ম অনুযায়ী জরিমানা করা হবে একথা বলতেই বেশ কয়েকজন মিলে ওই আধিকারিকে হেনস্থা করে বলে অভিযোগ। পাশাপাশি তিনি অভিযোগ করেন, তাকে মারধর করা হয়েছে। এমনকি তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে বালি মাফিয়ারা। ঘটনায় রীতিমত আতঙ্কিত রেভিনিউ অফিসার অরূপ পাঠক।

ইতিমধ্যে তিনি ধূপগুড়ি বিএলআরও জয়দীপ ঘোষ রায়ের সঙ্গে দেখা করে সমস্ত বিষয়টি জানান। এবিষয়ে ভূমি রাজস্ব দপ্তর আধিকারিক জয়দীপ ঘোষ রায় বলেন, আমাদের দপ্তরের এক আধিকারিক ওভার লোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হয়। তাকে মারধর করা হয়েছে। কারা মারধর করেছে চিহ্নিত করা যায়নি। তাদের বিরুদ্ধে লিখিত থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে। তবে জলপাইগুড়ি জেলায় কর্তব্যরত অবস্থায় সরকারি আধিকারিকদের উপর বারবার এই ধরনের ঘটনা ঘটছে বিষয়টি নিয়ে আতঙ্কিত প্রশাসনিক মহল।