তিন মাসের মাথায় ছেলে ও বৌমাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন মা

মালদা : আশা করেছিলেন ছেলে ও বৌমাকে নিয়ে সুখে শান্তিতে পরিবার নিয়ে কাটাবেন। কিন্তু হঠাৎই এক ঘণ্টাতেই সমস্ত কিছু শেষ করে দিল মায়ের আশা। কখনো ভাবেননি, ছেলে ও বৌমার মৃতদেহ নিতে আসবেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ছেলের ধুমধাম করে বিয়ে দিয়েছিলে ফাল্গুন মাসের ১৩ তারিখে আর ঘরে এনেছিলেন নতুন বৌমা। এইভাবে ছেলে ও বৌমাকে তিন মাসের মাথায় হারাতে হবে বুঝতেই পারেননি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কুশিদার তেঁতুল গাছি এলাকার বৃদ্ধা চুনিয়া রায়।

three months mother broke down tears losing son grandmother

মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের সামনে কান্নায় ভেঙে পড়লেন চুনিয়া রায়। চুনিয়া রায় জানান গতকাল দুপুরে নিজেদেরই জমিতে ফসল চাষ করতে গিয়েছিলেন ছেলে ও বৌমা। হঠাৎই কালো মেঘে ঘনিয়ে আসে গোটা আকাশ।নিমেষের মধ্যেই শুরু হয় ঝড়-বৃষ্টি। বৃষ্টির সাথে আচমকার পরে বাজ আর তাতেই সব সর্বনাশ হয়ে গেল আমার। কিছুক্ষণ পরেই অন্যান্য প্রতিবেশীদের মাধ্যমে খবর পাই ছেলে ও বৌমা আর নেই। তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেইখানেই ছেলে ও বৌমাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *