কাজের প্রলোভন দেখিয়ে দিল্লীতে পাচার করার আগেই উদ্ধার নাবালিকা; গ্রেপ্তার পাচারকারী!

জলপাইগুড়ি : RPF এর তৎপরতায় গ্রেপ্তার পাচারকারী! উদ্ধার নাবালিকা। কাজের প্রলোভন দেখিয়ে দিল্লীতে পাচার করা হচ্ছিলো আসামের এক চা শ্রমিকের নাবালিকা কন‍্যাকে বলে অভিযোগ। গোপন সুত্রে খবর পেয়ে অভিযানে নামে জলপাইগুড়ি রোড স্টেশনের আরপিএফের স্পেশাল টিম।

Minor rescued before being trafficked to Delhi;  Traffickers arrested!

আরো পড়ুন : ভোটের পরেই জলপাইগুড়িতে ফুটপাত দখলমুক্ত ও টোটো নিয়ন্ত্রণ করতে অভিযান শুরু হবে (ভিডিও সহ)

দিল্লিগামী ব্রহ্মপুত্র মেল থেকে উদ্ধার করা হয় নাবালিকা কন‍্যাকে। পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় সীতা বরাইক নামে এক মহিলাকে। যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সীতা বড়াইক। ঘটনায় আসাম পুলিশকে খবর দিয়েছে জলপাইগুড়ি রোড স্টেশন থানার পুলিশ। খবর পেয়ে আসাম পুলিশ রওনা হয়েছে। এই দুইজনকে তাঁদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আরপিএফ অফিসার জলপাইগুড়ি রোড স্টেশন বিপ্লব দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *