জলপাইগুড়ি : জলপাইগুড়ি তিস্তা ব্রিজ সংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক যুবকের। শোকের ছায়া পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ছোটো চৌধুরীপাড়াতে। জানা গেছে রবিবার আনুমানিক রাত সাড়ে ১০ টা নাগাদ ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে আরপিএফ ময়নাগুড়ি GRPF থানায় জানায়। এদিন রাত সাড়ে ১১ টা নাগাদ নাগাদ GRPF থানার পুলিশ ও পরিবারের সদস্য ছুটে যান ঘটনাস্থলে।
পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে নিয়ে আসে। GRPF ও আরপিএফের প্রাথমিক অনুমান সাইকেল নিয়ে রেললাইন পার হতে গিয়েই ট্রেনের ধাক্কায় কাটা পড়ে যায় যুবকটি। তবে কোন ট্রেনের ধাক্কায় কাটা পড়েছে তা জানা যায়নি। পরিবার সুত্রে জানা গেছে মৃত যুবকের নাম রাখিবুল ইসলাম।