নির্বাচনে হিংসা হলে তার দায় নির্বাচন কমিশনের বললেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জী (ভিডিও সহ)

কলকাতা : শেষ দফার নির্বাচনে হিংসার ঘটনা ঘটলে, তার জন্য দায়ী থাকবে নির্বাচন কমিশন। সোমবার রাতে খড়দহের রবীন্দ্রভবনের সামনে দমদম কেন্দ্রের দলীয় প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে আয়োজিত জনসভায় এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই বললেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সভানেত্রী মিনাক্ষী মুখার্জী। প্রসঙ্গত, ঘূর্ণিঝড় রেমালের জেরে একনাগাড়ে বৃষ্টির জেরে দমদম সংসদীয় ক্ষেত্রের বিস্তীর্ন অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছিল।

Election commission responsible violence elections -Meenakshi

সোমবার বিদায়ী সাংসদ সৌগত রায়কে বাঁশ হাতে ড্রেনে খোঁচাতে দেখা গিয়েছিল। এপ্রসঙ্গে মীনাক্ষীর কটাক্ষ, তাহলে ওখানকার কাউন্সিলরা কি করছেন। ওনার মতো হাত পেতে কি টাকা নিচ্ছেন ? এটা তো পুরসভার কাজ। মুখ্যমন্ত্রীকে নিশানা করে তাঁর মন্তব্য, ওনি সিপিএম – কংগ্রেসের আঁতাতের কথা বলছেন। এটা ওনার মুখে মানায় না। কারন, বিজেপির সঙ্গে তো ওনিই সংসার করেছিলেন। আসলে পায়ের তলার জমি হারালে যা হয়, ওনার সেটাই হয়েছে। এদিনের জনসভায় প্রার্থী সুজন চক্রবর্তী ছাড়াও হাজির ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তড়িৎ বরন তোপদার-সহ বাম ও কংগ্রেস নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *