জলপাইগুড়ি : প্রায় তিনবছর বন্ধ থাকার পর অবশেষে পুজোর আগেই খুলে যাচ্ছে ভুটান সীমান্তের চামুর্চি ইকো পার্ক। দীর্ঘদিন বন্ধ থাকায় জঙ্গলে ভরে যাওয়া পার্কটি সাফাই ও মেরামতের কাজ শুরু করেছে পার্কের দায়ীত্ব পাওয়া সংস্থা। এই খবর শোনা মাত্রই খুশি জলপাইগুড়ি জেলার বানারহাটের ভুটান সীমান্তের চামুর্চি অঞ্চলের ব্যাবসায়ী তথা সাধারণ মানুষ।
এলাকায় পর্যটনকেন্দ্র গড়ে তোলার জন্য রাজ্য সরকার ২০১৬ সালে এই পার্কটি তৈরি করে। কিন্তু করোনার সময় থেকে ইকো পার্কটির একেবারে মুখ থুবরে পড়ে। এরপর ধুপগুড়ি ব্লক ভেঙে বানারহাটকে আলাদা ব্লক ঘোষনার পর প্রশাসনিক কিছু সমস্যার কারনে পার্কটির টেন্ডার করতে সমস্যা হচ্ছিল। শেষ পর্যন্ত বানারাহাট পঞ্চায়েত সমিতির তত্বাবধানে থাকা পার্কটি টেন্ডার করে স্থানীয় এক সংস্থাকে দেওয়া হয়। পার্কটি পুজোর আগেই খুলে যাক এই দাবী স্থানীয়দের।