জলপাইগুড়ি : বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে তিন ভাই। নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গাছে ধাক্কা মারল দ্রুত গতির বাইক, ঘটনাস্থলেই মৃত্যু হল এক ভাইয়ের। আহত আরও দুই ভাই।সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার পূর্ব মল্লিক পাড়া রায় সাহেব মোড় সংলগ্ন এলাকায়।মৃত যুবকের নাম দেবব্রত রায়।

তার বাড়ি পূর্ব মল্লিকপাড়া এলাকায়। জানা গেছে, এদিন এক বাইকে দেবব্রত, জ্যোতিব্রত এবং তার মাসতুতো ভাই সৌরভ রায় ঠাকুর পাঠ বাজারে কাজে এসেছিলেন। কাজ সেরে বাইকে দ্রুত গতিতে বাড়ি ফিরছিল তিন ভাই। সেই সময় বাড়ির কাছাকাছি রায় সাহেব মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি প্রথমে রাস্তার পাশে খুঁটিতে ধাক্কা মেরে পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে।

এরপর রাস্তার উপরেই লুটিয়ে পড়ে তিনজন। ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রে। ঘটনাস্থলে ধূপগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা পৌঁছে আহত তিনজনকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দেবব্রত রায়কে মৃত বলে ঘোষণা করে। বাকি দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি স্থানান্তরিত করা হয়। বাকি একজনের আঘাত কম থাকায় তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌছায় ধূপগুড়ি থানার পুলিশ।
দেহ ময়নাতদন্তের জন্য পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। পুলিশ সূত্রে খবর বাইক আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।