কসবার অ্যাক্রোপলিস মলে বিধ্বংসী আগুন

কলকাতা : চারদিনের মাথায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা শহর কলকাতায়। শুক্রবার দুপুর বারোটা নাগাদ রুবির কাছে একটি শপিং মলে আগুন লাগে। দমকলের ১৬টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। এছাড়া সঙ্গে রয়েছে কলকাতা পুলিশের বিপর্যয়ের মোকাবেলা টিম। দমকল আধিকারিকেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মলের যেখান ‘ফুড কোর্ট’ রয়েছে, সেখানেই প্রথম আগুন দেখা যায়। তড়িঘড়ি সকলকে শপিং মলের ওই অংশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে শপিং মলে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে। এমার্জেন্সি গেট দিয়ে বেরোতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। পাশেই গীতাঞ্জলি স্টেডিয়ামে আশ্রয় নিয়েছেন শপিং মলের অনেকেই।

Devastating fire at Kosbar Acropolis Mall

আগুন আপাতত নিয়ন্ত্রণে। অক্সিজেন মাস্ক পড়ে দমকলের কর্মীরা ভেতরে প্রবেশ করেন। আগুন নেভাতে কাজে লাগানো হয়েছিল স্কাই ল্যাডার। ভেন্টিলেশন ঠিক রাখতে ভেঙে ফেলা হয় এক্রোপলিস মলের অনেক গুলি কাঁচ।
কালো ধোঁয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের কাউকে কাউকে পাঁজাকোলা করে সিঁড়ি দিয়ে নামিয়ে আনা হয়। আতঙ্কে অনেকে কালো ধোঁয়ার মধ্যেই সিঁড়ি দিয়ে নীচে নামতে থাকেন। প্রত্যক্ষদর্শীদের এক জন জানান, শপিং মলের তিনটি তলা জুড়ে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। সেখানে উপস্থিত অনেকেরই শ্বাসকষ্ট শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *