“রঙিন ডানা” আর্ট ম্যাগাজিনের দ্বিতীয় সংস্করনের উদ্বোধন

জলপাইগুড়ি : উইংশ আর্টিস্ট গ্রুপের উদ্যোগে “রঙিন ডানা” আর্ট ম্যাগাজিনের দ্বিতীয় সংস্করনের উদ্বোধন হল ১৭ই জুন সন্ধ্যায় জলপাইগুড়ি সুভাষ হলে। উপস্থিত ছিলেন চিত্রশিল্পী নির্মল কুমার চন্দ, মুকাভিনেতা সব্যসাচী দত্ত , জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের এডভাইসার অলোক সুধীর সরকার এবং লেখিকা তথা শিক্ষিকা সান্তনা সরকার। জমকালো অনুষ্ঠান, হল ভরা দর্শক আর আবেগ মিশ্রিত ঘন ঘন করতালির মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হলো। চিত্রশিল্পী নির্মল কুমার চন্দ বলেন, উইংশ আর্টিস্ট গ্রুপের প্রতিটি সদস্য অত্যন্ত নিষ্ঠার সাথে শিল্পচর্চা করে চলেছেন। এমনিতেই জলপাইগুড়ি শিল্প চর্চার শহর বলেই আমরা জানি। আজকের এই নবীন শিল্পীরাই একদিন শিল্পের জোয়ার আনবে। উদ্যোক্তাদের মধ্যে দীপঙ্কর বসু বিশ্বাস বলেন, আমাদের এই পত্রিকায় সমগ্র ভারত বর্ষের বিভিন্ন নবীন প্রবীণ শিল্পীদের ছবি ও তার সম্পর্কে লিখিত বয়ান যেমন আছে, তার সাথে সাথে বাংলাদেশ, রোমানিয়া, মরিসাস, পাকিস্তান, নাইজিরিয়া, কানাডা সহ অন্যান্য দেশের শিল্পীদের কাজও দেখা যাবে।এর ফলে নবীন শিল্পীরা উৎসাহিত হবেন। এছাড়াও শিশু কিশোরদের মধ্যে শিল্প চর্চার বিকাশ হবে এবং তাদের মানসিক বিকাশ হবে। উদ্যোক্তাদের পক্ষে দীপঙ্কর বসু বিশ্বাস জানান, উইংশ এর এই উদ্যোগ প্রতিবছর করার ইচ্ছা আছে। দেশ ও বিদেশ থেকে খুব সারা পাচ্ছি। শিল্পীরা এই পত্রিকা নিয়ে খুব উৎসাহিত। এবছর ৯৮ জন শিল্পীর রঙিন ছবি প্রকাশিত হয়েছে। আগামীতে সংখ্যাটা আরো বাড়তে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *