কৃষকদের জন্য এক শিক্ষক বানিয়ে ফেললেন “স্মার্ট টুপি”, কি এই স্মার্ট টুপি?

নদীয়া : সৌরশক্তিকে কাজে লাগিয়ে কৃষকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নদীয়ার এক স্কুল শিক্ষক বানিয়ে ফেললেন স্মার্ট টুপি। নদীয়ার হাঁসখালি থানার বগুলার শুভময় বিশ্বাস পেশায় স্কুল শিক্ষক। পাশাপাশি সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন উপকরণ তৈরি করে এর আগেও তাক লাগিয়ে দিয়েছেন শুভময় ।

ইতিমধ্যেই তার বিভিন্ন কর্মকাণ্ড সাড়া ফেলেছে । এবারে তিনি আবিষ্কার করেছেন অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন স্মার্ট টুপি। এই টুপির ব্যবহারের বেশ কয়েকটি দিক রয়েছে – একদিকে প্রচন্ড গরম থেকে রেহাই পেতে বাঁশের তৈরি এই স্মার্ট টুপির দুদিকে লাগানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন দুটি কুলিং পাখা, যা থেকে ঠান্ডা বাতাস কৃষককে শীতলতা দেবে।

Teacher makes 'smart hat' for farmers

অন্যদিকে রাতে আলো ব্যবহার করবার জন্য অতিরিক্ত উজ্জ্বল আলো যা কিনা অনেক দূর পর্যন্ত দেখা যাবে। বিনোদনের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে গান শোনার জন্য মাইক্রোচিপ, যার মাধ্যমে আবহাওয়ার সতর্কবার্তাও জানতে পারবেন কৃষকরা। পাশাপাশি এক মিটারের মধ্যে যদি কোন পোকামাকড় চলে আসে আল্ট্রাসনিক তরঙ্গের মাধ্যমে তা কাছে ঘেঁষতে পারবে না। এছাড়াও রেডিও ওয়েব ফ্রিকুয়েন্সির মাধ্যমে পাঁচ কিলোমিটার পর্যন্ত দূরত্বে থাকা অবস্থায় বাড়ির সাথে কথা বলার সুযোগ রয়েছে। তার এই প্রযুক্তি তৈরি করতে সময় লেগেছে প্রায় একমাস । তবে এখনো পর্যন্ত বাজারে আসেনি, শুধুমাত্র পরীক্ষামূলকভাবে বানানো হয়েছে। ভবিষ্যতে সরকারি মাধ্যম দিয়ে কৃষকদের হাতে সুলভ মূল্যে পৌঁছে দেওয়ার ভাবনা রয়েছে শুভময় বাবুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *