জলপাইগুড়ি : অন্যান্য সকল বেসরকারি সংস্থাগুলি তাদের ট্যারিফ চার্জ বা মোবাইল ফোনের রিচার্জ মূল্য বাড়িয়ে দিয়েছে। যা এক ধাক্কায় অনেকটাই বেশি বলে দাবি গ্রাহকদের। তাই অধিকাংশ গ্রাহকরা এবার সিম সংগ্রহ করতে ঝুঁকছেন বিএসএনএলের দিকেই। এই সিম সংগ্রহ করতে কয়েকদিন ধরেই জলপাইগুড়ি বিএসএনএল অফিসে গ্রাহকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবারও ছিল একই চিত্র। শহর ছাড়াও দূরদূরান্ত থেকেও মানুষ আসছেন বিএসএনএলের মোবাইল সিম সংগ্রহের জন্য। বিএসএনএলের জলপাইগুড়ি শাখার এক কর্মী জানান, বিভিন্ন বেসরকারি মোবাইল সংস্থাগুলি প্রায় ৫০ টাকা করে তাদের রিচার্জ মূল্য বাড়িয়ে দিয়েছে। তাই মানুষ বিএসএনএল এর ওপরেই ভরসা রেখেছেন। সকলেই যাতে সিম ও যথাযথ পরিষেবা পান তার দিকে লক্ষ্য রাখা হচ্ছে বলে তিনি জানান।
