অখিল গিরিকে গ্রেপ্তারের দাবি করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং

বিশ্বজিৎ নাথ, কলকাতা : অখিল গিরিকে গ্রেপ্তারের দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। রবিবার সন্ধেয় হকার উচ্ছেদের প্রতিবাদে কাঁকিনাড়া বাজারে বিজেপির তরফে সভার আয়োজন করা হয়েছিল। উক্ত সভায় যোগ দিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেন, মহিলা রেঞ্জ অফিসারকে হুমকি দেবার অভিযোগে অখিল গিরিকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। এদিন কাঁকিনাড়া বাজারের হকারদের দোকানে কালো ঝান্ডা লাগানোর পরামর্শ দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এমনকি উচ্ছেদের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনের তিনি হুঁশিয়ারি দিলেন। তিনি বলেন, একমাস ধরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রতিটি বাজারে তাঁরা সভা করবেন। শেষে উচ্ছেদের প্রতিবাদে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেবেন। এদিন তিনি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকেও নিশানা করেন। হকারদের ওপর বুলডোজার চললে বিধায়কের বাড়ি ও অফিসে রেলের বুলডোজার চলবে। কারন, তার বাড়ি ও অফিস রেলের জায়গার ওপর অবস্থিত। প্রাক্তন সাংসদ ছাড়াও এদিন সভায় হাজির ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং, ভাটপাড়ার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে ও সঞ্জয় সিং, প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী, ভাটপাড়া বিধানসভার আহবায়ক প্ৰদ্যুৎ ঘোষ প্রমুখ। এদিনের সভা থেকে হকারদের পুনর্বাসনের দাবিতে এদিন সরব হলেন বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *