রাহুল মন্ডল : মালদার হবিবপুরের বুলবুলচন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে হবিবপুরের বিডিও অংশুমান দত্তের দ্বারা চিকিৎসক দীপাঞ্জন মন্ডলকে নিগ্রহের ঘটনার প্রতিবাদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ। মারধরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শনিবার দুপুরবেলা ডাক্তার ও স্বাস্থ্য কর্মীরা সকলে মিলে কর্মবিরতি পালন করেন।এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে বিডিও বিরুদ্ধে স্লোগান তুলে ধিক্কার মিছিল বের করে। প্রায় দুই ঘন্টা কর্মবিরতি রাখেন। হাসপাতালের ভেতরে ঢুকে চিকিৎসক নিগ্রহের ঘটনায় অভিযুক্ত বিডিওর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ।প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে মালদার হবিবপুর ব্লকের বিডিও অংশুমান দত্ত তার স্ত্রীকে নিয়ে স্থানীয় বুলবুল চন্ডী আর এন রায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যান। তার স্ত্রী অসুস্থ ছিলেন। সেখানেই এক চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। হবিবপুর থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনাটিতে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
