বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সমন্বয় মঞ্চ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশ

জলপাইগুড়ি : বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সমন্বয় মঞ্চ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশ ২রা অক্টোবর স্হানীয় মনীষী পঞ্চানন বর্মা ভবনে আয়োজিত হয়।এদিন সন্ধ্যায় এক ঝাঁক কবি ও বাচিক শিল্পীদের ভিড়ে ঠাসা ভবনে সাহিত্য ও সংস্কৃতির এক মিলন মেলা ছিল চোখে পড়ার মত। উদ্বোধনী সঙ্গীত সমবেত শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় আগুনের পরশমণি ও মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে। এরপর জলপাইগুড়ি অঙ্কুরোদগম সম্পাদিত সাহিত্য পত্রিকা অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করেন সুলেখক ড. আনন্দ গোপাল ঘোষ, বাদল দেবনাথ, কবি শেখর কর, অলোক সুধীর সরকার, সহযোগিতায় সম্পাদিকা মুনমুন ভৌমিক দাম। সম্পাদিকা মুনমুন ভৌমিক দাম বলেন, তার সম্পাদকীয়তে বিভিন্ন জেলা থেকে কবিতা কবিরা পাঠিয়েছেন প্রায় ১৬০ জন। অল্প সময়ে তাড়াতাড়ি করতে গিয়ে পত্রিকায় কিছু ভুল ক্রুটি হয়েছে মার্জনা করবেন। সমস্ত সদস্যরা অকুন্ঠ সহযোগিতা না করলে সম্ভব হতো না। প্রত্যেককে ধন্যবাদ জানাই। শহরের বিভিন্ন সংগঠনের কবি,বাচিক শিল্পী ও নৃত্য শিল্পীরা অংশগ্রহন করেন এদিনের অনুষ্ঠানে। কবিদের মধ্যে আকাশ পাল চৌধুরী, শান্তা চ্যাটার্জি, দেবযানী ভট্টাচার্য্য, ডালিয়া চৌধুরী, কোয়েলা গাঙ্গুলী, তন্দ্রা চক্রবতী, মৌসুমী সরকার হাজরা, সোনা সহ আরো অনেকে অংশ নেন। অতীতের সঙ্গীতশিল্পী পার্থ সেনগুপ্ত ও গৌরী সেনগুপ্ত কে সংবর্ধনা দেওয়া হয়। নজরুল শিল্পী তিলাঞ্জলা ব্যানার্জী তাঁর পিতার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে স্মারক প্রদানের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *