শিলিগুড়ি : আগামী ২০ অক্টোবর বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানালেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত।
বাগডোগরা বিমানবন্দর থেকে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ বিভিন্ন জেলার মানুষ এই বিমানবন্দরের উপর নির্ভরশীল। পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বাণিজ্যিক বিমানবন্দর এই বাগডোগরা বিমানবন্দর।

নির্বাচনের পর থেকে বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেন সাংসদ রাজু বিস্ত। সেইমত বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের জন্য মন্ত্রীসভায় ১৫ হাজার কোটির বেশি টাকা বরাদ্দ হয়।
৭০ হাজার ৩৯০ স্কোয়ার মিটারের নতুন টার্মিনাল বিল্ডিং তৈরি হবে বাগডোগরা বিমানবন্দরে। এরফলে বিমানবন্দরে যাত্রী ধারণ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে। এছাড়াও বিমানবন্দরে এ-৩২১ এয়ারক্র্যাফ্ট পার্কিংয়ের জন্য নতুন ১০টি ‘পার্কিং বে’ তৈরি করা হবে। আগামী ২০ অক্টোবর এই প্রকল্পের কাজের ভার্চুয়ালি শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মূলত শিলিগুড়ির কাওয়াখালী মাঠে এই ভার্চুয়ালি অনুষ্ঠান করা হবে এবং সেখানে উপস্থিত থাকবেন বাগডোগরা বিমানবন্দরের উচ্চ পদস্থ আধিকারিক থেকে শুরু করে দার্জিলিং সাংসদ রাজু বিস্ত এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিত্বরা। যে কারণে শনিবার সকালে কাওয়াখালী মাঠে আগামীকালের কর্মসূচির সমস্ত কাজ খতিয়ে দেখতে পৌঁছান দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। এদিন সমস্ত কিছু খতিয়ে দেখে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তিনি বলেন, বাগডোগরা বিমানবন্দর খুব শীঘ্রই নতুন শিখরে পৌঁছাতে চলেছে। নতুন টার্মিনাল প্রজেক্টের কাজ শেষ হলেই আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্থান পাবে বাগডোগরা বিমানবন্দর। এরফলে পর্যটনেও উন্নতি হবে বলে জানান সাংসদ রাজু বিস্ত।