কলকাতা : হানা দিতে পারে ঘূর্ণিঝড় ডানা। তাই আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে হাওড়া এবং কলকাতার মধ্যে আগামী বৃহস্পতিবার ফেরি সার্ভিস বন্ধ রাখা হতে পারে। আজ হুগলি নদী জলপথ পরিবহন সমিতির পক্ষ থেকে বোর্ডের সদস্যরা এ ব্যাপারে আলোচনায় বসেন। বোর্ডের ডিরেক্টর অজয় দে বলেন ঘূর্ণিঝড় মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।

রাজ্য সরকার যেভাবে নির্দেশ দেবেন সেভাবেই তারা কাজ করবেন। তবে পূর্ব অভিজ্ঞতা থেকে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্মীদের ছুটি বাতিলের পাশাপাশি ঝড়ের সময় লঞ্চগুলোকে মোটা দড়ি দিয়ে ঘাটে বেঁধে রাখার ব্যবস্থা করা হচ্ছে। তিনি আরো বলেন যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কোন ঝুঁকি নিতে তারা চান না। সে ক্ষেত্রে ফেরি সার্ভিস বন্ধ থাকতে পারে।