ফালাকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একটি ঘর

আলিপুরদুয়ার : আচমকা ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই একটি ঘর। এই ঘটনায় গুরুতর জখম হলেন দুই জন। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের গুয়াবর নগর বাঁধের পার এলাকার একটি গৃহস্থ বাড়িতে। পুড়ে যায় রান্নাঘরের যাবতীয় সামগ্রী। গুরুতর জখম অবস্থায় ওই দুই জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে এলাকার জনৈক বাসিন্দা তরনী বর্মন নামের এক গৃহস্থের বাড়ির রান্না ঘরে হটাৎই ধোঁয়া বের হতে থাকে। কিন্তু ধীরে ধীরে আগুনের লেলিহান ভয়াবহ রূপ নেয়। ধাওধাও করে জলতে থাকে রান্না ঘরটি। শুরু হয় চিৎকার-চেঁচামেচি। ছুটে আসে গ্রামের মানুষজনরা।

সঙ্গে সঙ্গেই দমকল বিভাগে খবর দেওয়া হয়। তবে ঘটনাস্থলে দমকল কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু তৎক্ষনে রান্না ঘরের সমস্ত আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।

Terrible fire in Falakata;  A burnt house

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *