রেখা পাত্র মনে কষ্ট পেলে তিনি দুঃখিত নৈহাটিতে ভোট প্রচারে এসে বললেন ফিরহাদ হাকিম

বিশ্বজিৎ নাথ : সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্র সম্পর্কে অশালীন মন্তব্য করার অভিযোগ উঠেছে রাজ্যের পুর ও নগরন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। যা নিয়ে বঙ্গ জুড়ে জোর বিতর্ক শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্দেশখালি থানায় তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন রেখা।
শুক্রবার নৈহাটিতে দলীয় প্রার্থী সনৎ দে-র সমর্থনে সভায় যোগ দিয়ে ফিরহাদ হাকিম সেই মন্তব্যের ব্যাখ্যা দিলেন। বললেন, তিনি কোনও মহিলাকে উদ্দেশ্য করে ওই মন্তব্য করেন নি। তিনি ওই মন্তব্য করেছিলেন বিজেপি কে নিয়ে। তবুও রেখা পাত্র মনে কষ্ট পেলে তিনি দুঃখিত। ফিরহাদের কথায়, কোনও নারীকে অসম্মান করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমার নেত্রী নারী। মহিলাকে অপমান করা মানে নিজের মা-বোনকে অপমান করা। নারীদের অসম্মান করার কথা আমাদের সংস্কৃতিতে নেই। তাঁর দাবি, নৈহাটিতে দলীয় প্রার্থী সনৎ দে ৫০ হাজারের বেশি ভোটে জিতবে।

Firhad Hakim said that if Rekha Patra felt sad she came to campaign for votes in Naihati

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *