নৈহাটিতে দলীয় প্রার্থী পরেশ নাথ সরকার জিতছেন দাবি শুভঙ্কর সরকারের

বিশ্বজিৎ নাথ : নৈহাটিতে দলীয় প্রার্থী পরেশ নাথ সরকার জিতছেন। শুক্রবার বিকেলে নৈহাটিতে দলীয় প্রার্থীর সমর্থনে বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নিয়ে এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এদিন নৈহাটির নদীয়া জুটমিল গেটের কাছ থেকে হুড খোলা গাড়িতে দলীয় প্রার্থীকে সঙ্গে নিয়ে ভোট প্রচার করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও জেলা সভাপতি তাপস মজুমদার। দলীয় প্রার্থীর সমর্থনে সেই বর্ণাঢ্য পদযাত্রা নয়াবাজার মোড়ে গিয়ে শেষ হয়। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, কংগ্রেস জমানা চলে গেছে কলকারখানা বন্ধ হয়ে গেছে। কংগ্রেস জমানা নেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রও উঠে গেছে। কংগ্রেস জমানা নেই পরিযায়ী শ্রমিক বেড়েছে। অতএব, নৈহাটির মানুষ দু’হাত ভরে দলীয় প্রার্থীকে ভোট দেবেন। অপরদিকে সর্বভারতীয় মহিলা কংগ্রেস নেত্রী পূজা রায় চৌধুরী বলেন, নৈহাটিতে গুরু শিষ্যের লড়াই। নব্বয়ের দশকে তাদের দলীয় প্রার্থী পরেশ সরকার আজকের তৃণমূল প্রার্থীকে পঞ্চায়েত সদস্য করেছিলেন। সুতরাং শিরদাঁড়া সোজা রেখে নৈহাটির মানুষ ভোট দিলে তাঁদের প্রার্থী জয় নিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *