বীরভূমের লাভপুর থেকে এক ঝোলা বোমা উদ্ধার

কার্তিক ভান্ডারী : বোমা উদ্ধার বীরভূমের লাভপুরে। লাভপুর থানার হাতিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শাষপুর থেকে লাঘোষা যাওয়ার রাস্তার মধ্যবর্তী জায়গায় একটি কান্দরের পাড় থেকে এক ঝোলা বোমা উদ্ধার করল লাভপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে এই বোমা উদ্ধার করা হয়। ইতিমধ্যেই ওই এলাকায় মোতাহীন রয়েছে লাভপুর থানার পুলিশ। কে বা কারা এই বোমা রেখেছিলো এবং কিভাবে এই বোমা এল তার পুরো তদন্ত শুরু করেছে লাভপুর থানার পুলিশ।

A cluster bomb was recovered from Lovepur in Birbhum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *