কার্ত্তিক ভাণ্ডারী : সব জল্পনার অবসান। এবছর অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বভারতীর ঐতিহ্যবাহী পৌষমেলা। মেলায় সব রকম প্রশাসনিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে জেলা ও রাজ্য প্রশাসন। সোমবার, শান্তিনিকেতনের সেন্ট্রাল লাইব্রেরীর কনফারেন্স হলে বিশ্বভারতীর সঙ্গে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বিশ্বভারতীর আহ্বানে এদিনে গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ জেলার গুরুত্বপূর্ণ পদাধিকারীরা।

এছাড়া বিশ্বভারতী তরফে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন, ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো, শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার সহ অন্যান্যরা। এদিন বৈঠক শেষে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন “প্রশাসনিক স্তরে সব রকম সহযোগিতার আশ্বাস বিশ্বভারতীকে দেওয়া হয়েছে।” “ঐতিহ্যের সঙ্গে আপোষ করা হবে না যে কোনও সহযোগিতা করতে জেলা প্রশাসন প্রস্তুত” এমনটাই জানিয়েছেন জেলা সভাধিপতি কাজল শেখ। এদিন বৈঠক শেষে বিশ্বভারতীর উপাচার্য সহ কাজল শেখ মেলার মাঠ পরিদর্শন করেন। দ্রুত মাঠ পরিস্কার করে স্টল বন্টনের জন্য কাজ শুরু হবে বলে বিশ্বভারতীর কর্মী পরিষদ জানিয়েছে। প্রসঙ্গত, এবছর অনলাইন মাধ্যমে স্টল বুক হবে বলে বিশ্বভারতী নিশ্চিত করেছে। কবে থেকে জল বন্টন প্রক্রিয়া শুরু হবে তা কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।