জলপাইগুড়ি : ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান বিপ্লবী বাঘা যতীনের ১৪৬তম জন্মবার্ষিকী আজ উদযাপন করল জলপাইগুড়ি পুরসভা। কুষ্টিয়ার কয়া গ্রামে ১৮৭৯ সালের এই দিনে জন্মগ্রহণ করা বাঘা যতীনের প্রকৃত নাম ছিল যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি ব্রিটিশ-বিরোধী সশস্ত্র আন্দোলনের অন্যতম পুরোধা এবং যুগান্তর দলের প্রধান নেতা ছিলেন।
জলপাইগুড়ি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত বাঘাযতীন পার্কে বিপ্লবীর মর্মর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে জন্মদিন উদযাপনের সূচনা হয়। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন ৭ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
পুরসভার পুরমাতা এবং ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া পাল, ওয়ার্ড সভাপতি সিদ্ধার্থ ঘটক এবং সিদ্ধার্থ চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করেন। শিশুদের মিষ্টি মুখ করিয়ে অনুষ্ঠানে প্রাণ সঞ্চার করা হয়।
পুরমাতা পাপিয়া পাল বলেন, “বাঘা যতীন একবার একাই একটি বাঘকে হত্যা করেছিলেন। সেই ঘটনার পরই তার নাম হয় ‘বাঘা যতীন’। তবে তার প্রকৃত পরিচয় তার অসাধারণ সাহসিকতা ও ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের নেতৃত্বে।”
এই উদযাপন শুধু বাঘা যতীনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন নয়, বরং পরবর্তী প্রজন্মের কাছে তার বীরত্ব ও দেশপ্রেমের আদর্শ তুলে ধরার প্রচেষ্টা। বিপ্লবীর আত্মত্যাগ আজও প্রাসঙ্গিক এবং সকলকে অনুপ্রাণিত করে।
জলপাইগুড়ি পুরসভার এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসা অর্জন করেছে এবং বাঘা যতীনের স্মৃতি সংরক্ষণে নতুন মাত্রা যোগ করেছে।