শিলিগুড়ি: শীতের আগমনে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির মহানন্দা ব্যারেজে শুরু হয়েছে পরিযায়ী পাখিদের আনাগোনা। প্রতিবছরের মতো এবারও বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি এসে ভিড় জমিয়েছে এই এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের মতে, মহানন্দা ব্যারেজ এলাকায় শীতের সময় বিদেশি পাখিদের উপস্থিতি নতুন কিছু নয়। তারা জানিয়েছেন, “মঙ্গোলিয়া, তিব্বত, দক্ষিণ আফ্রিকা, সাইবেরিয়া সহ অন্যান্য দেশ থেকে প্রতি বছর এই পাখিরা এখানে আসে। শীতের শুরুতেই তাদের আসতে দেখে আমরা খুব আনন্দিত।”
এবার ইতিমধ্যেই বেশ কয়েক রকমের পাখি দেখা গেছে। স্থানীয়রা পাখিদের রক্ষা করতে সচেতন রয়েছেন। “পাখিগুলোর যাতে কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে আমরা নজর রাখি,” বললেন স্থানীয় এক বাসিন্দা।
পরিযায়ী পাখিদের দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ এখানে আসছেন। পাখির সৌন্দর্যে মুগ্ধ হয়ে কেউ ছবি তুলছেন, কেউ আবার প্রকৃতির সঙ্গে সময় কাটাচ্ছেন।
ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ এখন শীতের অন্যতম আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে। এই পাখিদের আনাগোনা শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, বরং পর্যটকদেরও আকর্ষণ করে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে।