বিশ্বজিৎ নাথ : পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহী যুবকের। সোমবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে টিটাগড় থানার তালপুকুর করুনাময়ী রোড এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ওইদিন রাতে এক বাইক আরোহী যুবক ব্যারাকপুর ১২ নম্বর রেল গেট পার হয়ে ১৩ নম্বর রেলগেটের দিকে যাচ্ছিল। সেই সময় খুব দ্রুতগতিতে থাকা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি বাড়ির দেওয়ালে গিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টিটাগড় থানার পুলিশ। যদিও মৃত যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি। মৃত যুবকের বাইকটির নম্বর প্লেট অনুযায়ী জানা গেছে সেটি তমলুকের।
